Skip to content

Online Art Class schedule

Online Art Class Schedule

Every Weak:

Friday & Saturday: 11:00 AM -12:10 PM.

Saturday & Sunday: 09:00PM-10:00PM.

শিল্পচর্চার মাধ্যমে আপনার বাচ্চাদের সৃজনশীল প্রতিভা বিকাশে আমাদের অনলাইন ক্লাসে যোগ দিন। 

আধুনিক প্রযুক্তি ও ইন্টারনেটের ছোয়ায় বিশ্ব যখন হাতের মুঠোয়। তেমনি প্রযুক্তির ব্যবহারে আমাদের দৈনন্দিন জীবনকে করেছে সহজ-সরল ও গতিশীল। প্রযুক্তির কল্যাণে যেমন আমরা ঘরে বসেই ক্লাস ও পড়াশোনা, দেশ-বিদেশের খবর, আর্থিক লেনদেন সহ সমস্ত কাজকর্ম সম্পন্ন হচ্ছে শুধুমাত্র প্রযুক্তির মাধ্যমে। তারই ধারাবাহিকতায় আমরা অনলাইন ড্রইং শিক্ষা কার্যক্রম শুরু করেছি।

অনলাইন ড্রইং শিখার আপনার প্রশ্ন?  

ছবি একে কি হবে?  

 শিশু-কিশোরদের সৃজনশীল মেধা বিকাশে শিল্পচর্চার গুরুত্ব অপরিসীম।  

অনলাইনে আবার আর্ট শিখা যায় নাকি?  

 জি সম্ভব, আপনার চেষ্টা থাকলে, এখুনি পারবেন ছবি আঁকাতে। 

আমি তো কোনদিন আর্ট শিখিনি আমি কি পারবো?  

জি পারবেন আপনার ইচ্ছাশক্তি থাকলে আপনি এখুনি ছবি আঁকতে পারবেন।  

আমার তো কোন ল্যাপটপ বা আধুনিক প্রযুক্তি নেই আমি কিভাবে করবো?  

. সাধারণত একটি হাতে থাকা ইন্টারনেট কানেকশন এন্ড্রয়েড ফোন হলেই পারবেন।  

অনলাইন ক্লাসে কি ড্রইং শিখানো সম্ভব? 

জি, সম্ভব, খুবই সহজভাবে স্টেপ বাই স্টেপ করে ড্রইং শিখানো হয়। 

সাপ্তাহিক কত দিন ড্রইং ক্লাস  হবে?  

সাপ্তাহিক ২ দিন করে ১ ঘন্টা ১৫ মিনিট করে শিখানো হবে।

একটি ব্যাচ এ কতজন শিক্ষার্থী থাকবে?  

. মাত্র ১০ জন শিক্ষার্থী নিয়ে আমার ব্যাচ পরিচালিত হবে। 

ড্রইং ক্লাস  অনলাইন কোন মাধ্যমে হবে?  

* ফেসবুক মেসেঞ্জার গ্রুপ এ ক্লাস হবে। 

আমরা কি কি শিখতে পারবো?  

* ব্যাসিক ড্রইং,  পেন্সিল স্কেচ,  প্যাস্টেল,  জলরং,  

এক্রেলিক রঙ শিখানো হবে। 

আমরা বাবা – মা অনেক ব্যাস্ত থাকি, কোন আর্ট স্কুলে নিয়ে যেতে পারি না,  কি করবো?  

.সন্তান আপনার কিন্তু অনলাইন ক্লাসের মাধ্যমে ড্রইং শিখানোর দায়িত্ব আমাদের।  

ক্লাসের বাইরে আর কি কি সুযোগ থাকবে ?  

ক্লাস শেষে সবাই আর্ট গুলো ছবি তুলে পাঠাবে, 

কারো প্রশ্ন থাকলে ক্লাসের শেষে গ্রুপে সমাধান করিয়ে দেওয়া হবে। 

বাসায় H.W করে পরের সাপ্তাহ ক্লাসে দেখাবো?  

 H.W কাজ গুলো সাপ্তাহিক মাঝামাঝি ১ দিন সময় দেওয়া হবে সবাই H.W জমা দিবে।  এবং কারেকশন বলে দেওয়া হবে। 

অনলাইন ভর্তি কার্যক্রম কিভাবে করবো?  

. আমাদের Website  এর মাধ্যমে রেজিষ্ট্রেশন করে সহজেই ভর্তি হবার সুযোগ আছে।  

 ভর্তির ওয়েবসাইট এর নাম বা লিংক?  

 www.emonali.com 

আমি তো কখনো অনলাইন ক্লাস করি নাই, ধারণা ও নাই?  

প্রথম দিন অনলাইন ক্লাস ফ্রী করানো হবে। 

অনলাইন ক্লাসে মাসিক বেতন ও ভর্তি ফি কত ?  

রেজিষ্ট্রেশন ফি : ৫০০/- 

মাসিক বেতন: 

ছোট গ্রুপ: ৮০০/- 

বড় গ্রুপ  : ১,০০০/-  মাত্র।

 

পেমেন্ট কিভাবে করবো,? 

. Websites এর মাধ্যমে বিকাশ এ পেমেন্ট করতে পারবেন।  

ক্লাসগুলোর সময় কবে কবে? 

.www emonali.com ওয়েবসাইট এ আপডেট দেওয়া পাবেন। 

বেতন পরিশোধ এর সময় সীমা?  

. চলতি মাসের ০১ -১০ তারিখ এর ভিতরে পরিষদ করতে হবে।

ছবি আকা শিখানোর কোন বয়স শীমা থাকবে?  

. শিক্ষা গ্রহণের কোন বয়স নেই, কিন্তু ছোটদের গ্রুপ ও বড়দের গ্রুপ রয়েছে.( ০৫-১২বছর ) (১৩-১৮ বছর ) + এবং নানা বয়সী সবাই শিখতে পারবেন। 

ক্লাসের ভাষাগত দিক কোনটি?  

 মাতৃভাষা বাংলা..  

যোগাযোগ এর মধ্যম?  

যে কোন সময় -ফোন, ফেসবুক ম্যাসেঞ্জার, হোয়াটসঅ্যাপ,   017 50 65 96 94

এছাড়া অবিভাবকের মিটিং বা মতামত দিতে পারবে?  

অবিভাবকদের জন্য মাসিক ১ দিন মিটিং করা হবে, এবং অনলাইন কার্যক্রম এর অভিমত প্রকাশ করতে পারবেন। 

বিস্তারিত জানতে যোগাযোগ করুন,

ধন্যবাদ.

Keep In Touch

Scan the code